মানুষ দেখি , মানুষ খুঁজি । বিশ্বাস করতে করতে ঠকি , আবার বিশ্বাস করি । তবে তার মধ্যে থেকেই খুঁজে পাই জীবনের কাব্য ।
Book Summary
যৌন লাঞ্ছনা এক সামাজিক ব্যাধি। যা ঘৃণ্য অসুখের মতোই আমরা গোপন করতে চাই। ভুলে যাই রোগ গোপন করলে তা পুরো শরীরকে পচিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং গোপনীয়তা নয় হোক গর্জে ওঠা প্রতিবাদ।