গোপন সেই ডাইরিটা

Summary

মনের সব গোপন কথা বলার সঙ্গী সেই গোপন ডাইরি টা......
Short story Romance Story Social stories
ডাঃ পরমেশ ঘোষ - (07 July 2022) 4
ভালো লাগলো গল্পটা – ‘যাহা পাই তাহা চাই না’ - কলেজ-জীবনে কাউকে ভালো লেগে যায় কিন্তু তাকে চাওয়া হ’য়ে ওঠে না; পরে বিচক্ষণ বিবেচনা দিয়ে যাকে পাওয়া যায় তাকে তেমন মনে লাগে না। তবে, গল্পটির বিষয় ঠিক ‘ডায়েরির পাতা থেকে’ হয়নি; ডায়েরিতে লেখা হয় ক্যালেণ্ডারের কোন তারিখে কী ঘটেছে; লেখার সময় জানা থাকেনা আজকের ঘটনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হ’য়ে উঠবে কিনা। ডায়েরিতে সূচীপত্রের দরকার হয় না; ক্যালেণ্ডারের তারিখ থেকেই বোঝা যায় ঘটনাটি কোন দশকের, কোন বছরের, জীবনের কোন সময়ের শৈশব, যৌবন না আরও পরের। ‘খয়েরী মলাটের ডাইরি’তে তারিখ ধ’রে ঘটনার বিবরণ নেই, আছে অনেক কবিতা, আর শেষ পাতায় ‘ইকবাল’এর নাম লিখে কাটাকুটি। যদিও ‘ডাইরি’টা তন্দ্রার মায়ের শাড়ির তলায় ছিল, তন্দ্রা ছাড়া আর কেউ এর মধ্যে তন্দ্রার আত্মজীবনী খুঁজে পাবে না। গল্পটির অনেকগুলো লাইন কেন আণ্ডার-লাইন করা বুঝলাম না। ‘ডায়েরি’র বদলে ‘ডাইরি’ শব্দটি ভালো শোনাচ্ছে না।

1 1

Arkajit Dasgupta - (06 July 2022) 4
ভাল গল্প। বেড়ে ওঠার সময় এমন অনেক স্বপ্নের পসরা সাজিয়ে বসে মন, যেগুলোর রুক্ষ জীবনের বাস্তবতায় হারিয়ে যায়। আবার হয়তো শুধু স্বপ্নে দিন কাটে না বলেই বড়রা বাস্তবটা ভেবে সিদ্ধান্ত নেন। এই টানাপোড়েনের একদিকে থাকে সমাজ, অন্যদিকে থাকে মন। দু একটা বানান এদিক ওদিক হয়েছে, যেমন গাঢ়। তাও পড়তে ভালই লাগল।

1 1


Publish Date : 06 Jul 2022

Reading Time :


Free


Reviews : 2

People read : 72

Added to wish list : 0