ডাঃ পরমেশ ঘোষ - (08 July 2022)গল্পটা পড়ে জানতে ইচ্ছে ক’রছে – তুলটুলী কি এখনও বেঁচে আছে? ২০১৭ সালের ১৬ই জুলাই রুমি রওনা হ’য়েছিল হোস্টেলের জন্যে; তারপরে কি একবারও ফিরেছিল রুমি? কথা ব’লেছিল কি তুলটুলীর সঙ্গে? জানিয়েছিল কি ওকে হোস্টেলের রাগিংর কথা? তুলটুলী কি জানে যে রুমি আর ফিরবে না? হোস্টেলের রাগিংর কথা রুমি কি আর কাউকে জানিয়েছিল, বা কোনো ডায়েরীতে লিখেছিল, বা মা রত্নাকে জানিয়েছিল? রত্না কখন কীক’রে জানতে পারলো যে রুমি বন্ধুত্বের রাগিং সহ্য ক’রতে না পেরে নিজেই নিজেকে ছুটি দিলো? [ র-এ য-ফলা বাংলা কীবোর্ডে লেখা যায় না; তাই গল্পে ragging –এর অনুবাদ ‘রাগিং’ লিখতে হ’য়েছে। এই গল্পটি কি শপিজেন বাংলার পেজে প্রকাশিত হ’য়েছে?]
00
Arkajit Dasgupta - (08 July 2022)সমাজ ও সভ্যতার বাস্তব প্রতিফলন। কিছুটা এ যুগের কিশোর কিশোরীদের মানসিকতারও। কান্নায় ভেঙে "পড়ে" হবে না বানানটা? ভাল লাগল গল্পটা। বিষাদবিধুর কিন্তু ভাল।