ডাঃ পরমেশ ঘোষ - (20 August 2022)ভালো লাগলো স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবীকে সম্মান দেওয়া। তবে বুঝতে অসুবিধে হচ্ছে মুখ্যমন্ত্রী জেলার সবচেয়ে বড় মন্ত্রীর জ্বালাময়ী ভাষণ কেন থামালেন; তিনি কি অধীরবাবুর বক্তব্য জানতেন?
এটি কোন সালের ১৫ই আগষ্ট তা বোঝা যাচ্ছে না; তাই বোঝা যাচ্ছে না মুখ্যমন্ত্রীর নাম কি। মেদিনীপুর পশ্চিমবঙ্গের একটি জেলা। ‘গিরি’ পদবীটি পশ্চিমবঙ্গে খুব প্রচলিত নয়।
লেখকের আপত্তি না থাকলে, নীচের কয়েকটি সংশোধন মনে হয় অভিপ্রেত:
(১) হিন্দু ভোট ভোগে যাবে >> হিন্দু ভোট কমে যাবে
(২) রাজ্য সরকারের অফিসে চাকরি করে, বৃদ্ধের এক নাতি >> বৃদ্ধের এক নাতি, যে রাজ্য সরকারের অফিসে চাকরি করে
(৩) কাহিনি >> কাহিনী
(৪) সম্প্রতি স্বাধীনতা আন্দোলনের মেদিনীপুরের লড়াইয়ের ইতিহাস এর একটা বইতে এই কাহিনি তিনি পড়েছেন >> স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একটা বইতে মেদিনীপুরের লড়াইয়ের এই কাহিনী তিনি সম্প্রতি পড়েছেন
(৫) তরুন তুর্কী বিপ্লবী >> তরুণ বিপ্লবী
(৬) সাজো সাজো রবি চতুর্দিকে >> সাজো সাজো রব চতুর্দিকে
(৭) চালুর ব্যবস্থা >> চালু করার ব্যবস্থা
(৮) দীর্ঘ ব্রিটিশ শাসকরা দুশো বছর ধরে >> ব্রিটিশ শাসকরা দীর্ঘ দুশো বছর ধরে