ডাঃ পরমেশ ঘোষ - (06 September 2022)• রতনপুর নারী কল্যাণ সমিতির আশ্রমে নতুন সকাল এলো ব’লে ভালো লাগলো। তবে এগল্পটিতে তেমন বিস্ময় নেই; নতুন সকাল যে আসবে, সেটা গল্পের শিরোনাম থেকে এবং ঘটনার উপস্থাপনা থেকে সহজেই অনুমান করা যায়।
• তবে লেখক আর পাঠকের কাছে যা জানা, তা স্থানীয় লোকজনেরা কি ক’রে জানতে পারলো ও বিক্ষোভ শুরু ক’রলো, তা স্পষ্ট ক’রে বলা হয়নি।
• আট থেকে আঠারো বছর বয়সী পঞ্চাশটি মেয়েকে রমাকান্তবাবু কিভাবে জোগাড় ক’রলেন সেটা একটি বিরাট রহস্য; এদের চুরি ক’রে নিয়ে আসা হ’য়েছে না এদের বাবা-মা নিজের মেয়েকে একটা বাছুরের মতো বেচে দিয়েছে, তা জানা নেই। ‘যে মেয়েরা এখানে একবার ঢোকে তাদের আর কোনদিন দেখতে পাওয়া যায় না।‘ এই মেয়েগুলি কি ভারতবর্ষের নাগরিক নয়? এদের কোনো বংশ-পরিচয় আছে কি?
• রমাকান্তবাবু মাসের মধ্যে প্রায়ই আশ্রমে রাত কাটান এবং অনিমাদি সুমির মতো কোনো মেয়েকে রমাকান্তবাবুর শিকার হওয়ার জন্য পাঠান।
• আট থেকে আঠারো বছর বয়সী মেয়েদের সঙ্গে থাকার জন্যে অনিমাদি এবং রমাকান্তবাবুর যথোপযুক্ত যোগ্যতার সার্টিফিকেট থাকা দরকার।
• আশা করি. গল্পটি দেশের সরকারকে রমাকান্তবাবুর মতো তথাকথিত নারী কল্যাণের উদ্যোক্তাদের ব্যাপারে সতর্ক করবে।
লেখার কয়েকটি ত্রুটি সশোধন করা দরকার:
1. ঘোষনা >> ঘোষণা
2. শয্যাসঙ্গীনি >> শয্যাসঙ্গিনী
3. ব্যাথা >> ব্যথা
4. সুমি ছোট দুটো হাত দিয়ে তরুণবাবুর গা, হাত, পা টিপতে লাগল। >> সুমি ছোট দুটো হাত দিয়ে রমাকান্তবাবুর গা, হাত, পা টিপতে লাগল।
5. শাষক >> শাসক
6. ব্যাবস্থা >> ব্যবস্থা
স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রমাকান্তবাবুর পৃষ্ঠপোষকতায় চলে রতনপুর নারী কল্যাণ সমিতির আশ্রম। এই আশ্রমের আবাসিক সংখ্যা পঞ্চাশ। এই আশ্রমের ভেতরের দুর্নীতির কথা প্রকাশ্যে আনে দুই মহিলা সাংবাদিক মেঘদীপা ও ঋতাভরী। তারপর কী হলো জানতে হলে লেখাটা শেষ পর্যন্ত পড়তে হবে।