ডাঃ পরমেশ ঘোষ - (07 September 2022)• সুচেতার আত্মজীবনী “যেন রূপকথা” সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হ’লো, তাই গল্পের নায়িকাকে অভিনন্দন জানাই; তবে এ কাহিনীতে কারাগারের লৌহকপাট ঠিক কোথায়, সেটা পাঠককে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। এ কাহিনীর মূল ঘটনা: একরত্তি ছেলে পরমের মুখ বালতীর মধ্যে ডোবানো থেকে রুখতে গিয়ে, সুচেতা তার স্বামী আদিত্যকে লাঠি দিয়ে মেরেছিল এবং এর উত্তরে আদিত্য সুচেতা আর ছেলে পরমকে এক কাপড়ে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় হয়তো আদিত্য সুচেতা দুজনেই রাগ, দুঃখ ও আবেগের বশে পরস্পরের সম্পর্কের অবমাননা ক’রেছে। হয়তো, আইনসঙ্গত সমাধানের দরকার ছিল।
• শপিজেন বাংলা গ্রুপে প্রকাশিত ২৯৫ শব্দের লেখাটি অ্যাপে প্রকাশিত ২৪৩৬ শব্দের গল্পটির কোনো অংশ নয়। শপিজেন বাংলা গ্রুপে প্রকাশিত ২৯৫ শব্দের লেখাটিতে পরমের মধ্যে আদিত্য ফুটে উঠছে: - “পরমের কথা শুনে তেমনই মনে হল সুচেতার। সেই ঘৃণ্য রক্ত ঠোঁটে ক্রূরতা হাসি মেখে যেন কথা বলছে। ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। ভবিষ্যতের অবশ্যম্ভাবী শনি হয়ে গজিয়ে উঠছে। সুচেতা এবার প্রতিরোধ করবে কীভাবে?”
• শপিজেন বাংলা গ্রুপে এবং শপিজেন অ্যাপে প্রকাশনা নির্দ্দিষ্ট সময়সীমার মধ্যে হ’য়েছে কিনা সেটা দেখা দরকার।
• লেখার কয়েকটি ত্রুটি সশোধন ক’রলে ভালো শোনায়:
1. বিভৎস >> বীভৎস
2. সজ্বোরে >> সজোরে
3. বুলে আউড়ে >> বুলি আউড়ে
4. ফাস্ট >> ফার্স্ট
5. বড়লোকই চাল >> বড়লোকি চাল
6. ভিক্ষারি >> ভিখারি
7. ফুটপাতে শুয়ে আসে >> ফুটপাতে শুয়ে আছে
8. একদিন পরম একদিন >> একদিন পরম