এ যেন অম্বুরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে- নিকোটিনের ঝাঁজ নেই ...আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ ...
পেশায় ও নেশায় লেখিকা... বয়স সদ্য ত্রিশ.. ছেলেমানুষী করার দিন এখনো যায়নি কি বলেন ?
কোন ধরনের তন্ত্র মন্ত্র নিয়ে কারবার নেই । লেখার খাতিরে আপাতত মাইথলজি নিয়ে...More
এ যেন অম্বুরি তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে আসছে- নিকোটিনের ঝাঁজ নেই ...আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ ...
পেশায় ও নেশায় লেখিকা... বয়স সদ্য ত্রিশ.. ছেলেমানুষী করার দিন এখনো যায়নি কি বলেন ?
কোন ধরনের তন্ত্র মন্ত্র নিয়ে কারবার নেই । লেখার খাতিরে আপাতত মাইথলজি নিয়ে পড়াশোনা করছি । ঈশ্বরে বিশ্বাসী , খুব সাধারন মানুষ । বয়সে ছোটরা দিদি বলবে , বড়রা নাম ধরেই ডাকবেন । ম্যাম কথাটা শুনলে বড় লজ্জা লাগে ।
আমার পেজ কলমে আনদৃতার লিংক
https://www.facebook.com/rimagoswami.anadrita
Book Summary
একদিন যে মানুষটার উপর অভিমান হতো , রাগ হতো শতাব্দীর । আজ তার এই অবস্থা দেখে কষ্ট হয় । শাশুড়িকে প্রসাদ ঠেকিয়ে এসে পোশাক পাল্টে শতাব্দী পাড়ায় প্রসাদ দিতে যায় । প্রতিবেশীরা অনেকেই সহমর্মিতা দেখিয়ে বলে , বৌমা ঠাকুরকে বলো এবার যেন তোমার শাশুড়িকে তিনি তুলে নেন ।
শতাব্দী মুখে কিছু না বললেও ভাবে , হয়ত আমি স্বার্থপর হচ্ছি ওনার এত কষ্ট তাও আমি চাইনা উনি মারা যান । কিন্তু আমি যে বড় মায়ায় জড়িয়ে গেছি । থাক না উনি আমার কাছে করো কিছু দিন ।