চকোর

চকোর


Chandrani Bhattacharyya Chandrani Bhattacharyya

Summary

ঠিক তখনই দেখা যায় তেপান্তরের মাঠ পেরিয়ে দুটো ছায়া শরীর আর একটা কাক ভাসতে ভাসতে মিলিয়ে যাচ্ছে দিগন্ত রেখার কাছে। হয়তো ছুঁয়ে দেখতে...More
Short story
ডাঃ পরমেশ ঘোষ - (06 January 2023) 3
• https://shopizen.app.link/OVdFmmDCmwb - এই ধরণের লিঙ্ক দিলে অ্যাপে প্রকাশিত গল্পটি সহজে পড়া যেত। • শপিজেন বাংলা গ্রুপের পোস্টে অ্যাপে প্রকাশিত গল্পটির শেষ ৩৬৯টি শব্দ আছে। শেষাংশটা পড়ার পর অ্যাপে প্রকাশিত গল্পটি শুরু ক’রলে মনে হয় - অন্য গল্প পড়ছি। • কবিতা দিয়ে শুরু করে জীবনদর্শনের কথা ভালোই লেখা হয়েছে, যদিও কিছুটা আঁতেলেকচুয়াল (intellectual) আর দুর্বোধ্য। • ‘কাক’ না ‘মায়াবী রাত’ -কিসের বিষয়ে কতটুকু লেখা হয়েছে, তা বুঝে নিতে হবে। • কয়েকটি সংশোধন ক’রলে ভালো হয়। উদাহরণ ‘ঝড়ে পড়ছে’ >> ‘ঝরে পড়ছে’, ‘বিকাশের বুঝতে পারে’ >> ‘বিকাশ বুঝতে পারে’, বিশ্বাসি >> বিশ্বাসী, ‘আজরাতেই’ >> ‘আজ রাতেই’ ইত্যাদি • অ্যাপের গল্পে একটা ছবি দেওয়া হয়েছে। প্রতিযোগিতার নিয়ম-অনুসারে সে ছবিতে লেখিকার নাম দেওয়া ঠিক হয়নি।

0 3


মানুষ দেখি , মানুষ খুঁজি । বিশ্বাস করতে করতে ঠকি , আবার বিশ্বাস করি । তবে তার মধ্যে থেকেই খুঁজে পাই জীবনের কাব্য ।

Publish Date : 03 Jan 2023

Reading Time :


Free


Reviews : 1

People read : 111

Added to wish list : 0