দে দোল্ দোল্

দে দোল্ দোল্


Ruma Bhattacharya Ruma Bhattacharya
Short story
Saswati Munshi - (23 February 2023) 5
ব্রেক আপ হওয়া বিষন্ন মনা বুবাইদাকে মিল্টন ওদের সাহিত্য গ্রুপের পিকনিকে নিয়ে গেল। গাছগাছালি, গোলপাতার জঙ্গল, ইচ্ছামতী ধারে একটা দিন অনাবিল আনন্দে কাটিয়ে শায়নার সঙ্গে মন দেওয়া নেওয়ার লুকোচুরি খেলার মধ্যে দিয়ে হয়ত আবার নতুন প্রেমের সূচনা হবে...রবি ঠাকুরের গান কবিতা চড়ুইভাতির পরিবেশে অনন্য আমেজ ছড়াল। ভারি সুন্দর লিখেছ।👌

0 0

Mitali chakraborty. - (04 February 2023) 5
বাহ্... নির্মেদ নিটোল একটি লেখা দিদি। মন ভালো করে দেওয়া👌👌👌

1 1

Saswati Ghatak - (04 February 2023) 4
বেশ ভালো লাগলো, দিদিভাই।

1 2

ডাঃ পরমেশ ঘোষ - (03 February 2023) 4
• ভালো লাগলো গল্পটা। করিৎকর্মা সাহিত্যিকা শায়নাদি সদ্য বিবাহ-বিচ্ছিন্ন নরম মনের মানুষ বুবাইদাকে নিজের মনের হিসেবে চিনে নিল শায়নাদিরই আয়োজিত এক চড়ুইভাতিতে; ভাগ্যিস্ শঙ্খ সঠিক সময়ে অনাহুত বুবাইদাকে ঐ চড়ুইভাতিতে নিয়ে এসেছিল। • মাঝে মাঝে অকারণে লাইন-ব্রেক দেওয়া হয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- ওখানে line break আমাদের, বড় line break বড় গোল গাছ, গোলপাতার line break জঙ্গলেও, নিতে line break হয়, আদায় line break করে, • কয়েক জায়গায় জিজ্ঞাসার চিহ্ন (?), কমা (,) বা দাঁড়ি (।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে কয়েক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে; ঠিকমতো ফাঁক রাখলে গল্পটির শব্দসংখ্যা কত হবে, তা দেখা দরকার। কয়েকটা উদাহরণ দিলাম:- “জঙ্গল।দারুণ”, বলে।নিজেরা”, “লাগছে।কারণটা”, “বলুক।লোকে”, "গেছে।প্রতিমাদি”, ইত্যাদি • শব্দ ও পরবর্ত্তী কমার মধ্যে ফাঁক রয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- ‘গাছ , সুন্দরী’, ‘যায় , তবে’, ‘মধুরা , শরণ্যা’, ‘তো , তাই’, ইত্যাদি • “ ও পরবর্ত্তী শব্দের মধ্যে ফাঁক রয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- " রূপকদা, " হুম, " এই, " আমি, " এই আজ, ইত্যাদি

1 1


Publish Date : 03 Feb 2023

Reading Time :


Free


Reviews : 4

People read : 99

Added to wish list : 0