সদ্য মা হারা ছোট্ট সন্তু এখন পরিবারের সকলের কাছে বাড়তি বোঝা।গৃহবধূকে নির্যাতন আর হত্যার দায়ে তার বাবা ঠাকুরমা সহ সবাই যখন জেলের ঘানি টানছে তখন আপন দাদু দিদিমার কাছে আশ্রয়প্রাপ্ত ছোট্ট সন্তু ক্রমে স্পষ্টভাবে উপলব্ধি করতে থাকল,সে তাদের কাছেও আপদ বালাই বই আর কিচ্ছু নয়।এই গোটা দুনিয়াটা যেন একরত্তি সন্তুকে হঠাৎ করে ঠেলে দিয়েছে একাকীত্বের অতল গহ্বরে।সে মন থেকে প্রতিনিন একটু একটু করে মরছিল।হঠাৎ কোন যাদুবলে তার ভিতরে জেগে উঠল চিরন্তন হাসি এবং খুশির দীপ্তি?কোন অলীক সুখ আর অপার শান্তির টানে সে হাত বাড়িয়ে দিল এক অপার্থিব দুনিয়ায়?তার পরিণতিই বা কি হল?জানতে হলে পড়ুন হৃদয় তোলপাড় করা ভৌতিক কাহিনী "পার্থিব শৃঙ্খল মোচন"।