এক অসামান্য পাঠকের গল্প - এমন পাঠক, প্রিয় পাঠক, আপনি কখনও দেখেন নি। গল্পের একটা ছোট অংশ - অনুপমের অবিশ্বাসী স্বরে একটু যেন আহত হলেন বিশুদা। বললেন, দেখুন, ছোট থেকে দেখে এসেছি মামা শুধু পড়ছেন। বাবার কাছে শুনেছি, মামা খুব ভাল পাঠক – শুধু বই পড়ার জন্যই যেন ওর জন্ম – আমার বাবা তাইই বলতেন। অথচ এই মানুষটার কোনও প্রথাগত শিক্ষা নেই – জীবনে তো কোনওদিন স্কুলেই যাননি। -- সেটা আলাদা কাহিনি, যেতেন না, কান্নাকাটি করতেন, কিন্তু ঘরে থেকেও অন্যকিছুই করতেন না। শুধু পড়তেন। কারো সঙ্গে মেশেন নি, মা বলত, মামা শুধু বইএর সঙ্গে মিশেছেন।