বুধ ও শনি
গল্পের খনি
আসলে লক ডাউনে মোবাইলে ফেসবুকের নানাবিধ লেখা ও মন্তব্যের প্লাবনের মধ্যেও শপিজেন-এ বিশুদ্ধ সাহিত্য নির্ভর গল্প পড়ার অভ্যাস তৈরি হয়ে গেছে অনেকেরই। ই বই যেমন ক্লিক করলেই পড়া, তেমনই, পেমেন্ট করেও পড়ার এক অভূতপূর্ব স্টোর এই শপিজেন। এখানে বুধ ও শনিতে ক্লিক করলেই গল্প পড়া। অবশ্যই এটা নিজের লেখা সম্পর্কে পাঠককে জানানোর এক ‘ফ্রি’ সুযোগ। পিছনেই আসবে উপন্যাস – অর্থাৎ গল্পগুলি ভূমিকা মাত্র – যে ভূমি এই গল্পগুলিতে নির্মাণ হবে বলে টার্গেট, সেই ভূমিতেই ভূমিষ্ঠ হবে উপন্যাস। এই প্ল্যাটফর্মে প্রকাশিত অন্যান্য লেখাগুলির লিঙ্ক দেওয়া হলো, আগ্রহী পাঠকের জন্য। সবটাই ‘ক্লিক করলেই পড়া’। সেই সঙ্গে ছোটদের এক নভেলেট – মহাকবির মুণ্ডু এবং মহাকাব্যের (দাম ৩০ টাকা) যতসামান্য পরিচিতি ও পুরান কথা (৫০ টাকা) বইএর একটি গল্প সম্পূর্ণ দেওয়া হলো।
ধন্যবাদ, গল্পগুলি পড়ুন।