জয়শ্রী চ্যাটার্জী - (12 March 2023)গল্পটা বেশ ভালো, তবে একটা ব্যাপার ভালো লাগলো না। গল্প যেহেতু বাংলায় লেখা তাই তুরস্কের অধিবাসীদের সংলাপও বাংলায় হবে এটা স্বাভাবিক, কিন্তু তার মাঝে মাঝে হঠাৎ কিছু হিন্দি সংলাপের কী প্রয়োজন ছিল তা বুঝলাম না।
#শম্পা_সরকার_ঘোষ (#রুমি)
#জন্ম - ৩১শে অক্টোবর ১৯৭৯, নসিবপুর , হুগলী জেলায়, মামাবাড়িতে।
#পড়াশোনা - মাধ্যমিক 'নসিবপুর উচ্চ বিদ্যালয়' থেকে।
উচ্চমাধ্যমিক 'সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চতর বিদ্যামন্দির' থেকে।
এরপর নিজবাড়ি বীরভূমের ভাটরায় শুরু জীবনের পরবর্তী অধ্যায় ।
বাংলায়...More
#শম্পা_সরকার_ঘোষ (#রুমি)
#জন্ম - ৩১শে অক্টোবর ১৯৭৯, নসিবপুর , হুগলী জেলায়, মামাবাড়িতে।
#পড়াশোনা - মাধ্যমিক 'নসিবপুর উচ্চ বিদ্যালয়' থেকে।
উচ্চমাধ্যমিক 'সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চতর বিদ্যামন্দির' থেকে।
এরপর নিজবাড়ি বীরভূমের ভাটরায় শুরু জীবনের পরবর্তী অধ্যায় ।
বাংলায় স্নাতক 'লাভপুর শম্ভুনাথ কলেজ' থেকে।
বাংলায় স্নাতকোত্তর ' বর্ধমান বিশ্ববিদ্যালয়' থেকে।
আদতে গৃহবধূ ফুলেশ্বর হাওড়ায়। লেখালেখি আর নজরুলগীতি এই দুটি আবেগ নিয়ে বাঁচি।।
Book Summary
জগত জীবনে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না!