ভোররাতের দিকে সুজাতার ছেলে ধীমান স্বপ্ন দেখে একটা পরিচিত নাম উচ্চারণ করে। আর তার ক'দিন পরেই সেই পরিচিত ব্যক্তির মৃত্যু হয় অত্যন্ত বীভৎসভাবে। এইভাবে এলাকায় ছ'টা খুন হয়ে যায়। তারপর শোনা যায় একটা ভয়ঙ্কর কথা। কী সেই কথা? দেবরাজ কি পারবে তার বন্ধুর ছেলে ধীমানকে উদ্ধার করতে?