শংকর হালদার শৈলবালা - (09 August 2020)অপূর্ব সুন্দর লেখা ভালো লেগেছে। আমার লেখা গুলো পড়ার অনুরোধ করছি।
12
সঙ্গীতা দুয়ারী - (08 August 2020)আমি আজ ঘুমোতে পারবো তো? সত্যি কারলা কেভে ঘুরে এলাম । আর একটা কথা শম্পু দি, লেবুর মালা গলায় পরলেন ও পরালেন ,এটা একটু ঠিক করে নিও। আসলে তুমি এতটাই নির্ভুল থাকো আর তোমার বানান দেখেই কিন্তু আমি ভুল ঠিক সিদ্ধান্ত নিই, সেখানে এই তুচ্ছ ভুল খুব চোখে লাগলো। খুব তাড়াহুড়োয় লিখেছিলে বোধহয়, নতুন করে চোখ বোলানোর সময় পাওনি। যাইহোক, দুর্দান্ত। অসামান্য।
13
Ranu Sil - (05 August 2020)খুব ভয় করলো। আর অনবদ্য উপস্থাপনা । কিছুক্ষণের জন্য বর্তমান পরিস্থিতি ভুলিয়ে দিল।
#শম্পা_সরকার_ঘোষ (#রুমি)
#জন্ম - ৩১শে অক্টোবর ১৯৭৯, নসিবপুর , হুগলী জেলায়, মামাবাড়িতে।
#পড়াশোনা - মাধ্যমিক 'নসিবপুর উচ্চ বিদ্যালয়' থেকে।
উচ্চমাধ্যমিক 'সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চতর বিদ্যামন্দির' থেকে।
এরপর নিজবাড়ি বীরভূমের ভাটরায় শুরু জীবনের পরবর্তী অধ্যায় ।
বাংলায়...More
#শম্পা_সরকার_ঘোষ (#রুমি)
#জন্ম - ৩১শে অক্টোবর ১৯৭৯, নসিবপুর , হুগলী জেলায়, মামাবাড়িতে।
#পড়াশোনা - মাধ্যমিক 'নসিবপুর উচ্চ বিদ্যালয়' থেকে।
উচ্চমাধ্যমিক 'সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চতর বিদ্যামন্দির' থেকে।
এরপর নিজবাড়ি বীরভূমের ভাটরায় শুরু জীবনের পরবর্তী অধ্যায় ।
বাংলায় স্নাতক 'লাভপুর শম্ভুনাথ কলেজ' থেকে।
বাংলায় স্নাতকোত্তর ' বর্ধমান বিশ্ববিদ্যালয়' থেকে।
আদতে গৃহবধূ ফুলেশ্বর হাওড়ায়। লেখালেখি আর নজরুলগীতি এই দুটি আবেগ নিয়ে বাঁচি।।
Book Summary
যুক্তি বুদ্ধির বাইরে যে অভিজ্ঞতা দিয়ে যায় জীবন... তাও ফেলনা নয়।