অমিয় কুমার রীত, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়তে ও লিখতে ভালবাসি। নেশা ---ছবি আঁকা, আবৃত্তি করা, নাট্যভিনয় করা, হস্তশিল্পের যুক্ত থাকা। সাহিত্য অঙ্গনে আমার সৃজন সম্ভার ছড়িয়ে দিই-- পাঠকদের মনে ধরা আমার মাধুকরী।
অমিয় কুমার রীত, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়তে ও লিখতে ভালবাসি। নেশা ---ছবি আঁকা, আবৃত্তি করা, নাট্যভিনয় করা, হস্তশিল্পের যুক্ত থাকা। সাহিত্য অঙ্গনে আমার সৃজন সম্ভার ছড়িয়ে দিই-- পাঠকদের মনে ধরা আমার মাধুকরী।
Book Summary
বাস্তবের রুখসুখা পথে চলতে চলতে মানুষ মানুষের জন্য কথাটা অনুরণিত হয় মনে, ছুটে চলে ব্যথিতের পানে। আর্ত পীড়িত আর নির্যাতিত মানুষের কান্না বুকে দলা পাকিয়ে ওঠে। বাস্তব কখনো বাধা হয়, কখনো বা এগিয়ে চলতে সাহায্য করে।