‘সৎ মা’-র ধারণাকে দূর করে একটা নতুন ধারণা আনার প্রয়াস ‘ছোটোমা ’ গল্পটি। সমাজে সৎ মা মানেই যে একজন অসৎ চরিত্রের মানুষ হবেন,সেই ধারণাকে দূরে সরিয়ে একটা স্বচ্ছ মায়ের আগমন ঘটানো হয়েছে গল্পে। পেটে ধারণ না করেও যিনি সময়ের স্রোতে,আপন খেয়ালে একটা হাত বছরের সন্তানকে বুকে টেনে নিয়ে মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চেয়েছেন।