অক্ষরকর্মী, ভ্রমণপিপাসু, অনুসন্ধিৎসু। লেখালেখি কেবল অবকাশ যাপনের শখ নয়, একনিষ্ঠ সাধনা। তাই তো ছন্নছাড়া অক্ষর-বুননের মধ্যে খুঁজে ফিরি পরিতৃপ্তি আর পরিপূর্ণতার আশ্বাস। বিশ্বাস করি, কলম সমাজ বদলের অন্যতম শক্তিশালী হাতিয়ার।।
অক্ষরকর্মী, ভ্রমণপিপাসু, অনুসন্ধিৎসু। লেখালেখি কেবল অবকাশ যাপনের শখ নয়, একনিষ্ঠ সাধনা। তাই তো ছন্নছাড়া অক্ষর-বুননের মধ্যে খুঁজে ফিরি পরিতৃপ্তি আর পরিপূর্ণতার আশ্বাস। বিশ্বাস করি, কলম সমাজ বদলের অন্যতম শক্তিশালী হাতিয়ার।।
Book Summary
"আচমকা জলে দাঁড়িয়ে থাকা মাঝিটা বিকট আর্তনাদ করে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সে জলের নীচে তলিয়ে যায়। কার্লোস তৎক্ষণাৎ জলের বুকে গুলি বর্ষণ করে। কয়েক লহমায় খাঁড়ির অগভীর জল চিরে উদিত হয় এক বিকট-দর্শন জীব। কার্লোসের বিবরণ অনুযায়ী, জীবের দেহটা দানবাকৃতি গিরগিটির মতো।..."
বন্ধুর মুখে এমন এক ভয়াল প্রাণীর বর্ণনা শিহরণ জাগায় প্রফেসর শঙ্কুর মনে। তারপর??