লাল পেড়ে সাদা শাড়ি পরিহিতা, দুই হাতে শাঁখা পলা, কপালে সিঁদুরের টিপ, সিঁথিতে উজ্জ্বল লাল টকটকে সিঁদুর। মুখের গড়ন অবিকল উমার মত, হাতে একগুচ্ছ কাশফুল। এই বুঝি মন্দিরে পুজো দিয়ে এলেন। তবে কী ইনি উমার মা! উমাকে খুঁজতে এসেছেন। দূর্গা প্রতিমার মত সদাহস্যময় মুখের দিকে বিহ্বল হয়ে তাকিয়ে থাকি।