আমি জন্মসূত্রে উত্তর বঙ্গের কোচবিহার জেলার মেয়ে। পড়াশোনা বিজ্ঞান নিয়ে। একটু সাহিত্যের চর্চা করি। ভালোবাসি বন্ধুমহলে গল্প করতে আর শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত নৃত্যের আমি অনুরাগী।
আমি জন্মসূত্রে উত্তর বঙ্গের কোচবিহার জেলার মেয়ে। পড়াশোনা বিজ্ঞান নিয়ে। একটু সাহিত্যের চর্চা করি। ভালোবাসি বন্ধুমহলে গল্প করতে আর শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত নৃত্যের আমি অনুরাগী।
Book Summary
বর্তমান সময়ের আমরা ভগবানের অস্তিত্ব বুঝতে পারি না। তাই মানতেও চাই না। নিজের ক্ষমতা সম্বন্ধেও ওয়াকিবহাল নই ফলে ক্ষমতাবান অসাধু লোকেরা আমাদের সামনে ভগবান হিসেবে নিজেদের জাহির করে এবং আমরা তাদের হাতের পুতুল হয়েই জীবন কাটাই।