আমি জন্মসূত্রে উত্তর বঙ্গের কোচবিহার জেলার মেয়ে। পড়াশোনা বিজ্ঞান নিয়ে। একটু সাহিত্যের চর্চা করি। ভালোবাসি বন্ধুমহলে গল্প করতে আর শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত নৃত্যের আমি অনুরাগী।
আমি জন্মসূত্রে উত্তর বঙ্গের কোচবিহার জেলার মেয়ে। পড়াশোনা বিজ্ঞান নিয়ে। একটু সাহিত্যের চর্চা করি। ভালোবাসি বন্ধুমহলে গল্প করতে আর শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত নৃত্যের আমি অনুরাগী।
Book Summary
ভুত বা আত্মা আছে কি নেই এই বিষয়ে আমরা স্থির সিদ্ধান্তে কিছু বলতে পারি না। আবার জলজ্যান্ত একটা মানুষ মরে গেলে একেবারে কোথাও নেই হয়ে যাবে এটাও মানতে চায় না মন। বিশেষ করে আত্মহত্যার ঘটনা গুলিতে মনে হয় একটা অতৃপ্তি রয়ে গেছে মানুষটির এবং তাই সে কোনোভাবে আটকে থাকে এই জীবিতের জগতে।