পৃথিবী যখন ধ্বংসের মুখে, তখন একটা ভিনগ্রহে পাড়ি দেয় মানুষ। বসতি গড়ে তোলে অন্যত্র। কিন্তু পরিবেশ অনুকূল নয়, টিকে থাকার লড়াই বেশ কঠিন। দুর্ঘটাকবলিত ইভার জীবন সমাপ্তির পথে। গ্রহও বিপদের মুখে। ডোরিয়ান কি পারবে তার প্রেয়সীকে বাঁচাতে? ফের মানবসভ্যতাকে টিকিয়ে রাখতে? ফিরিয়ে দিতে এক নতুন জীবন, নতুন বসন্ত? এই গল্পটি সেই বিপদের মুখে টিকে থাকার এক আখ্যান।