বড়দের ও ছোটদের গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, বিজ্ঞান, চিকিৎসা কল্পবিওজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর দীর্ঘকালের লেখক। বহু পত্রিকার লেখক। এ পর্যন্ত প্রকাশিত বই ছয়টি। আবর্তন, আলোর ঠিকানা, অর্ধাঙ্গিনী, বন্ধ দরজার ওপারে, কৈলাসে রোবিয়েট, হাসির ছররা।
বড়দের ও ছোটদের গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, বিজ্ঞান, চিকিৎসা কল্পবিওজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর দীর্ঘকালের লেখক। বহু পত্রিকার লেখক। এ পর্যন্ত প্রকাশিত বই ছয়টি। আবর্তন, আলোর ঠিকানা, অর্ধাঙ্গিনী, বন্ধ দরজার ওপারে, কৈলাসে রোবিয়েট, হাসির ছররা।
Book Summary
এমন সময় বিরাট আওয়াজ করে দৈত্যটা পাহাড় থেকে লাফিয়ে চলে এল হ্রদের কাছে। তার বিকট চেহারা দেখে রাজকুমারীর তো ভয়ে বুক দূর দূর করতে লাগল। এত বড় দৈত্য সে কখনও দেখে নি। তার সারা শরীর বড় বড় লোমে ঢাকা। সে যখন গর্জন করছে তখন তার নাক আর চোখ দিয়ে ছুটে যাচ্ছে লকলকে আগুনের শিখা।