Megha Chatterjee - (07 June 2022)খুব সুন্দর একটি রূপকথার গল্প পড়লাম। শুধু শিশু কিশোর বলেই না, বড়দের জন্যও সমান উপভোগ্য।
10
Rituparna Bhattacharyya - (06 June 2022)অনেকদিন বাদে সুন্দর একটা রূপকথার গল্প পড়লাম। তবে আমার ব্যক্তিগত মত, লেখার ভাষায় আরেকটু সাবলীলতা এলে বাচ্চাদের জন্যেও ভালো লাগত। কারণ গল্পটা সব বয়সের জন্যেই লেখা মনে হল। কিন্তু বাচ্চা বা অল্পবয়সীদের জন্য ভাষা আরেকটু সহজবোধ্য হত। মাঝে সারস পাখিদের ব্যাপারটা আরেকটু বিস্তারিত হলে ভালো লাগত। আর হ্যাঁ, মিষ্টির কি দু-একটা কথাতেই সব মনে পড়ে গেল? ওই জায়গাটাও একটু ব্যাখ্যা দাবি করে। গুণীনকেও আর দেখা গেল না। যাইহোক, এগুলো ছোটোখাটো ব্যাপার। রূপকথার গল্প হিসেবে চমকপ্রদ লেখা এটা।
11
Dipanwita DeyRay - (06 June 2022)এত সুন্দর আধুনিক ধাঁচের রূপকথার গল্প পাওয়াটা সত্যি পাঠক হিসেবে প্রাপ্তি। সময়ের সাথে গল্পেরও রূপ বদলেছে। জিন্স পরিহিত রাজকন্যা এখন। হ্যারি পটারের ভক্ত। সর্পিণীর চরিত্রটা দারুণ ভাবে তৈরি হয়েছে। কিদম্বার উপস্থিতি উপভোগ্য। বিশেষ করে সে যখন ব্যাঙ্গ করে কথা বলে এবং নীলকুমারিকে নিতে আসে। মিষ্টি ভারি সাহসী এবং বুদ্ধিমতি। ষোল বছর পরে রাজকন্যা রাজপুত্র একে অপরের খোঁজ পায় ওর জন্যই। তারপর অখণ্ড শান্তি। এই রূপকথায় সব আছে পরিপূর্ণ ভাবে। ব্যাঙ্গামা ব্যাঙ্গামীও আছে। তাই বারবার ফিরে যেতে ইচ্ছে করে ছোটবেলায়।
হঠাৎ ঘুমটা ভেঙে ধড়মড়িয়ে উঠে বসল মিষ্টি। এ কি? ছাতের ওপর হাওয়ায় ভেসে আছে তার খাটটা। চারপাশে একটা গান গুণগুণ করছে।
"মেয়েটা কই?" খসখসে গলাটা কানে আসতেই সজাগ হয়ে উঠল ওর ইন্দ্রিয়গুলো।
"কঁই মাঁনে? বাঁতাঁসিঁয়ার রাঁজকন্যে কিঁ বাঁতাঁসেঁ উঁবে গেঁল? ওঁটাকেঁ নাঁ পেঁলেঁ বাঁপ মাঁকে তুঁলে নিয়েঁ চঁলোঁ!"
মিষ্টির ঘরের ভিতর দাঁড়িয়ে আলোচনা করছে দুই ভীষণ দর্শন রাক্ষস রাক্ষসী। নিজের চোখকে বিশ্বাস হয়না মিষ্টির। গলা আতঙ্কে শুকিয়ে কাঠ! চিৎকারও করতে পারেনা। ঝিলিংবাড়িতে চিকিৎসা করাতে এসে এ কোন বিপদে পড়ল? কি হবে এরপর? মিষ্টি কি পারবে বাবা মা কে বাঁচাতে? ওর ভাগ্যেই বা কি আছে? জানতে হলে পড়ুন নীলকুমারীর যুদ্ধযাত্রা।