শেকল ভাঙার গান

শেকল ভাঙার গান


মিঠু রায় চক্রবর্তী মিঠু রায় চক্রবর্তী
Social stories
ডাঃ পরমেশ ঘোষ - (25 August 2022) 4
গল্পটিতে ঘটনার উপস্থাপনা প্রকৃতই প্রশংসনীয়। মেয়েদের আত্মরক্ষার কৌশলে শিক্ষিত করাও নিঃসন্দেহে প্রয়োজনীয়। আত্মরক্ষার কৌশলে শিক্ষা দেওয়ার খরচ কিছুটা দেশের সরকারের নেওয়া উচিত, আত্মরক্ষার কৌশলে শিক্ষা স্কুল-কলেজের পাঠক্রমের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এইসঙ্গে দেশে সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থারও প্রয়োজন। ‘কলকাতার ব্যস্ত রাজপথে বাইশ বছর বয়সী এক তরুণী গণধর্ষিতা’ হওয়া সম্ভব হ’তো না যদি সিকিউরিটি ক্যামেরা ও পুলিশের পর্য্যবেক্ষনের ব্যবস্থা থাকতো। ব্যস্ত রাজপথের পদাতিকেরা এবং বাহনচালকেরা এই ধরণের ঘটনা কি ক’রে সহ্য ক’রলো এবং প্রতিরোধ ক’রতে চেষ্টা ক’রলো না, সেটা ভেবে পাঠক মর্ম্মাহত হবে। গল্পটির শিরোনাম ‘শেকল ভাঙার গান’; এখানে কোন্ শেকল ভাঙার গান গাওয়ার চেষ্টা হ’য়েছে? বাড়ীর বাইরে রাস্তা-ঘাটে, স্কুল-কলেজে-অফিসে-কর্মক্ষেত্রে-রেস্টুরেন্টে সর্বত্র লিখিত বা অলিখিত ড্রেসকোডই কি এখানে ‘শেকল’? ড্রেসকোড মেনে পোষাক গায়ে চড়ানোর অর্থই কি কারাগারের কয়েদীর পোষাক পরা? বাড়ীর ভিতরে, বাইরে রাস্তা-ঘাটে, স্কুল-কলেজে-অফিসে-কর্মক্ষেত্রে-রেস্টুরেন্টে ড্রেসকোডের মূল উদ্দেশ্য সম্মান দেওয়া, টিম স্পিরিট বজায় রাখা, ঐতিহ্যকে সম্মান দেওয়া। • কয়েকটি জায়গায় পূর্ণচ্ছেদ আর পরবর্ত্তী শব্দের মধ্যে কোনো ফাঁক বা ব্যবধান রাখা হয়নি; এইধরণের ভুলের উদাহরণ:- ‘বাবু।মাথায়’, ‘ঠাকুর।এ কি’, ‘হয়নি।আমি’, ‘আসছিল।আমার’, ‘পড়ে।তারপর’, ‘নেই।ওয়েস্ট্রার্ন, ‘মৃন্ময়ী।মিডিয়া’, ‘যায়।জ্বালাময়ী’; • বানান ভুলের উদাহরণ:- ‘এতক্ষনে’, ‘প্রান’, ‘ওয়েস্ট্রার্ন’ • ‘শপিজেন বাংলা’ পোস্টটিতে #নিজের_ছবি দেওয়া উচিত ছিল।

0 1


মনের ভাবকে ভাষায় প্রকাশ করতে ভালোবাসি।

Publish Date : 24 Aug 2022

Reading Time :


Free


Reviews : 1

People read : 44

Added to wish list : 0