শতাব্দী চক্রবর্তী - (29 September 2022)নীলুপদ'র জীবনে একের পর এক দুর্ঘটনা, মৃত্যুশোক। বাবা মা পারুল শেষে ষোড়শী কন্যা উমাও ছেড়ে চলে গেল। একটি শোকাহত প্রাণ নিজের উমাকে হারিয়ে কি করে আর মাটির উমা গড়বে! তবুও তো পুজো আসে আরেকটি উমা আসে বাপের বাড়িতে। আপনি লিখেছেন প্রেক্ষাপট ভালো। কেননা বাজলো তোমার আলোর বেণু আসলে বেণু বাজে মৃৎশিল্পীর মূর্তি গড়ার জন্য। বাতাসের শিউলি গন্ধ নিয়ম মেনেই আসে, আমাদের সব বিগত দুঃখ শোক ভুলিয়ে কিন্তু নীলুপদ'র শোক আর ভোলাতে পারলো না। শিশির রক্ষিতের চরিত্রটি আরেকটু খোলসা করে লিখলে স্পষ্ট হতো। তার দাদু সম্মানীয় ছিল কিন্তু সে কেন নয় তার কাজকর্ম আর চরিত্র আরেকটু বর্ণনার দরকার ছিল। বাদ বাকি একটি শোকাতুর চরিত্র হিসেবে মৃৎশিল্পী নীলুকে ভালো চরিত্রায়ন করেছেন যদিও চরিত্র বাপ মেয়ে আর পারুলের খানিকটা অধ্যায়। বানানগুলো একটু নজরের প্রয়োজন আছে। মূর্তি, অদ্ভূত, আরও কয়েকটি। লাইন স্পেশ। বিশেষ কিছু ত্রুটি নেই। ঝরঝরে একটি সব হারানো নীলু'র চরিত্র। শেষের লাইনগুলো বিশেষ মাত্রা সংযোজন করল। সত্যি আনন্দময়ী কি সবসময় আনন্দ নিয়ে আসে সবার জীবনে। নীলুও পরপারে সকল প্রিয়জনদের কাছে পৌঁছে যাক আনন্দময়ীর হাত ধরে।
ডাঃ পরমেশ ঘোষ - (18 September 2022)• একটি মৃত্যুই কম বেদনাদায়ক নয়; আর এ গল্পটি বহু মৃত্যুর কাহিনী। যে বছর মৃৎশিল্পী নীলুপদের মা মারা গেলেন, তখন বাতাসে শিউলি ফুলের গন্ধ। মায়ের মৃত্যুর বছর চারেক বাদে বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর কয়েক মাস আগে নীলুপদ পারুলকে বিয়ে ক’রে ঘরে আনে। প্রতিমা গড়ার কাজে অনেকটা সাহায্য ক’রতো পারুল। তারপর এক আশ্বিনে কন্যা সন্তান উমার জন্ম দিল পারুল। উমার বয়স যখন দশ, তিন দিনের জ্বরে ভুগে মৃত্যু হ’লো পারুলের। এর পরের মৃত্যুটি - ষোলো বছরের মেয়ে উমার হত্যা, সম্ভবতঃ রাজনীতিবিদ মাস্তান শিশির রক্ষিতের হাতে। এলাকার প্রতিবেশীরা, এমনকি পুলিশও সাহস পেলো না প্রতিবাদ বা প্রতিরোধ করার জন্যে। অসহায় নীলুপদের মৃত্যু হ’লো উমাকে হারানোর দুঃখ সহ্য ক’রতে না পেরে। শিউলী ফুলগুলো তবু ঘোষণা ক’রছে – আনন্দময়ী আসছে।
• লেখিকার কাছে আাশা ক’রেছিলাম হত্যাকারীর বিরুদ্ধে প্রতিবাদ, রাগ, ঘৃণা, সর্বোপরি প্রতিরোধের উপায়।
• লেখার অনেকগুলি ত্রুটি সশোধন ক’রলে ভালো শোনায়:
1. উমা ক line break সবচেয়ে ভালো >> উমাকে সবচেয়ে ভালো
2. হাঁটুরে >> হাটুরে
3. দিদিমনিরা >> দিদিমণিরা
4. মুর্তি >> মূর্তি
5. না।বার >> না। বার
6. দীর্ঘ শ্বাস >> দীর্ঘশ্বাস
7. উমা কে >> উমাকে
8. মা- মরা >> মা-মরা
9. অদ্ভুত >> অদ্ভূত