শতাব্দী চক্রবর্তী - (06 October 2022)জীবন বোধ হয় এমনই। "যার জন্য করি চুরি সেই বলে চোর" এই প্রবাদটি খেটে গেল আপনার গল্পের সাথে। নীহারিকা অনেক কষ্ট করেছে ছেলে মেয়ের জন্য , সর্বোপরি ছেলে মেয়ে একদম ছোট থেকে অনিমেষ বাবু আর স্ত্রী মালাকে দেখছে তাদের প্রতি এতখানি অকৃতজ্ঞ হল কি করে? নীহারিকা'র সন্তান মানুষে ভুল কোথায় থেকে গেছে এটাই মানতে পারছি না। তাছাড়া লাইফলাইন এ যখন কাজ করে টাকাও পায় তাছাড়া এতদিন নিজের রোজগারেই খাইয়েছে যখন ওদের বাকিটুকুও নিজেই নীহারিকা করে নিতে পারবে। সে বাড়ি ছেড়ে হারিয়ে যাবে কেন অন্যের কথায়, অনিমেষ বাবুর সাথেই থাকবে যেহেতু সে মনে প্রাণে বিশ্বাস করে অনিমেষ বাবু কোন অন্যায় করে নি। নিজের জায়গা ছেড়ে দেওয়া উচিত নয়। শেষটা যদি ছেলে মেয়েদের উচিত শিক্ষা দিয়ে অনিমেষ বাবুর সাথেই থাকতো লাইফলাইন এর কাজের সুবাদে আরও ভালো লাগতো। কয়েকটি সামান্য বানান ভুল ছাড়া আর কিছু চোখে পড়েনি। খুব সুন্দর বুনট, নীহারিকার জীবন সংগ্রাম সুন্দর ফুটিয়ে তুলেছেন। সব থেকে বড় কথা হল বাপের রক্ত বেইমানি করেনি এটাই প্রমাণ করল যেন। তবে ব্যভিচারিণী, চরিত্রহীনা এগুলো মুখ বুজে নীহারিকার মেনে নেওয়া ঠিক হয় নি। একটি চড় অন্তত প্রত্যুত্তরে দিতে পারতো। শুভ বিজয়ার শুভেচ্ছা নেবেন।
ডাঃ পরমেশ ঘোষ - (25 September 2022)• গল্পটি পড়ে, নারী ও পুরুষের সমান অধিকার এবং স্বাবলম্বনে বাধা-নিষেধ ও কুসংস্কার নিয়ে চিন্তিত হ’লাম। এখনও অনেকেই মনে করে, কর্ম্মক্ষেত্রে এক নারী ও এক পুরুষের একযোগে কাজ করার একমাত্র কারণ যৌন সম্পর্ক। সারা জীবনের পরিশ্রম দিয়ে নীহারিকা তার ছেলে ও মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত ক’রেছে, কিন্তু তাদের কুসংস্কার থেকে মুক্ত ক’রতে পারেনি কেন? হয়তো এ কুসংস্কার আরও প্রকট হ’য়েছে ছেলে ও মেয়ের বিয়ের পরে।
• তবে ছেলে ও মেয়ের কুসংস্কারের কাছে হার মেনে নিজেকে বিসর্জন দেওয়া মেনে নিতে পারছি না। নীহারিকাকে বুঝতে হবে যে (১) ‘লাইফলাইন’এর হ’য়ে ও যে কাজ ক’রছে তা অনেক নিঃসহায় মানুষকে স্বাবলম্বী ক’রে তুলবে, (২) এ কাজের জন্যে উপযুক্ত পারিশ্রমিক ওর প্রাপ্য; (৩) অবিশ্বাসী সন্তানদের টাকায় কেনা বাড়ীতে থাকার ওর প্রয়োজন নেই; (৪) অসুস্থ অনিমেষ বসুর দেখাশোনা করার সঙ্গে সঙ্গে, ওঁর বাড়ীতে থাকলে ‘লাইফলাইন’এর কাজের সুবিধে হবে। (৫) ছেলেমেয়েদের এই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। ছেলেমেয়েরা এতে কি মনে ক’রলো, তাতে নীহারিকার কিছু এসে যায় না।
• লেখার কয়েকটি ত্রুটি সশোধন ক’রলে ভালো শোনায়:
1. ধরনীর >> ধরণীর
2. মেঘমালা।প্রকৃতির >> মেঘমালা। প্রকৃতির
3. জ্যোর্তিন্ময়ী >> জ্যোর্তিময়ী
4. পিঠ থেকে গিয়েছিল >> পিঠ ঠেকে গিয়েছিল
5. বিভাসের।আর >> বিভাসের। আর
6. বৌদি।মৈনাককে >> বৌদি। মৈনাককে
7. ছেলে।রক্তের >> ছেলে। রক্তের
8. গেছে।তাছাড়া >> গেছে। তাছাড়া
9. বিতরন >> বিতরণ
*********