শতাব্দী চক্রবর্তী - (29 September 2022)অমলা ছোট্ট থেকে মাটির কাজ ভালো পারে যা বানাতে চায় তাই পারে। পঞ্চম শ্রেণীতে পড়তে পড়তে দুর্গামূর্তি বানিয়ে শহরে নিয়ে গেল প্রশংসা পেল। অমলা মৃত্তিকা শিল্পী'র নামেই এখনও ঠাকুর গড়ে ভাই বিমল পাঠায়। এই হল বিষয়বস্তু। প্রথমেই বলি অমলার চরিত্রটি আরও ভালো করে ফুটিয়ে তুলতে হতো। গল্পটি আরও একটু বড় হতো যেখানে আপনি দেখাতে পারতেন অমলার মাঝখানের জীবনটা। শুরু হতে না হতেই শেষ হয়ে গেল যেন। ডায়ালগ ডেলিভারি আরও সুন্দর এবং স্পষ্ট হলে পাঠে সুবিধা হত। বানানে যত্ন দিতে হতো। বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন। ঘড়ে> ঘরে, বেঁচে>বেচে, ধুঁকতে> ঢুকতে, জিঙেস>জিজ্ঞেস, প্রতন্ত> প্রত্যন্ত, হাড়ি>হাঁড়ি। স্ট্যাঞ্জা ভাগ করে দিলে পড়তে আরও ভালো লাগতো।