শতাব্দী চক্রবর্তী - (05 November 2022)গল্পটি পড়ে প্লট তেমন একটা পছন্দ হল না তুমি আরও ভালো লেখো আমি জানি। প্রথমত ডায়ালগগুলো আলাদা লাইন করে লিখলে খুব ভালো লাগতো। একটা জায়গায় "নানা" হবে। এক জায়গায় অলোকা তুই দিয়ে কথা বলছে তার পর সেখানে" দেবে না" দিস না হত। মহানুভব 'না' হলে আমরা মাকে হারাতাম।। এই "না" শব্দটি পড়েনি। দিদি ব্যবসায় নিয়ম মেনে চলতে হয় মা তাই শিখিয়েছে তবে রাকেশ যে কাজটা করেছে ওটাও মানবিক নিয়ম। সুন্দর প্রয়াস শেষে হলেও মা বুঝেছে।
Dipanwita DeyRay - (28 October 2022)কুসংস্কার নিয়ে লেখার সুন্দর একটা প্রয়াস। তবে ব্যবসার ক্ষেত্রে অনেকেই কিছু কুসংস্কার মেনে চলেন সেটা ঠিক। ধারে বাকিতে দোকান চালানো তাও দিনের শুরুতেই এটা কুসংস্কারের থেকেও বেশি করে প্রিন্সিপাল বলে মনে হলো। মানে এই গল্পে তেমনভাবে কুসংস্কার দেখানো হয়নি কিছু। হড়পা বানের সাথেও পরবর্তী সময়ের গল্পের তেমন ফ্লো নেই। দুটো ভিন্ন ঘটনা হয়ে গেল।
11
ডাঃ পরমেশ ঘোষ - (27 October 2022)ভালো লাগলো গল্পটি। তবে যে কোনো ব্যবসায়ে সফল হ’তে হ’লে ক্রেতা বা গ্রাহককে সেবা ক’রতে হবে, তার প্রয়োজন মেটাতে হবে, ধারও দিতে হবে অবস্থা বুঝে। ডাক্তার অশোক সেনকে ধার দেওয়ার মধ্যে রিস্ক একেবারেই নেই। মানবতার পরীক্ষা হ’তো যদি কোনো গরীবকে ধার দেওয়ার দরকার পড়তো।
• লেখার কয়েকটি ত্রুটি সশোধন করা দরকার:-
1. না ধরনের >> নানা ধরনের
2. Replace all ‘ ৷’ by ‘৷’
3. Replace all ‘ ,’ by ‘,’
4. Replace all ৷ “ by ৷“
5. Replace all “ শব্দ by “শব্দ; উদাহরণ “ দিদি by “দিদি