ডাঃ পরমেশ ঘোষ - (22 January 2023)• ভালো লাগলো গল্পটা। ‘প্রেমের জন্যে’ চড়ুইভাতি বাগানটি সুজনের দাদুর সৃষ্টি। পদার্থবিজ্ঞানের কৃতী ছাত্র সুজন কিভাবে জীবিকানির্ব্বাহ করে? যে কারণে সুজন যোগ্য পাত্র হিসেবে বিবেচিত হয়নি, সে কারণ কি এখনও আছে? বিপাশা কি আবার কোনো রবিবারে ফিরে যাবে ‘প্রেমের জন্যে’ চড়ুইভাতি বাগানটিতে? গল্পের মধ্যে সেরকম প্রতিশ্রুতি দেখলাম না।
• জিজ্ঞাসার চিহ্ন (?), কমা (,) বা দাঁড়ি (।) ইত্যাদির পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে কয়েক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে; ঠিকমতো ফাঁক রাখলে গল্পটির শব্দসংখ্যা কত হবে, তা দেখা দরকার। উদাহরণ:- “উঠল,’সুজন,”, ইত্যাদি
• কয়েকটি ভুল সংশোধন ক’রলে ভালো হয়। উদাহরণ:-‘কৃতি ছাত্র’ >> ‘কৃতী ছাত্র’, সম্মানহানীর >> সম্মানহানির, চায়লো >> চাইলো ইত্যাদি