শতাব্দী চক্রবর্তী - (04 January 2023)কল্পবিজ্ঞানের গল্প পড়লাম কিন্তু এখানে মায়াবী রাত বিষয়টা সেভাবে পেলামই না। সুপর্ণা কি মালকিন। কয়েকবার কোজাগরী পূর্ণিমার রাতের কথা উল্লেখ আছে । প্রতীক আর মালকিন মিসিং হয়ে গেল। ভবিষ্যৎ সালগুলো ঠিক বুঝতে পারলাম না। নিঃশ্বাস, প্রতীকের কাছে। আরো কয়েকটি এডিট দরকার।
00
ডাঃ পরমেশ ঘোষ - (04 January 2023)1. এই রহস্য গল্পে মূলতঃ দুটি রোমাঞ্চকর গবেষণার কথা বলা হয়েছে
a. মানব জাতির নতুন বাসস্থান: মঙ্গল গ্রহ, চাঁদের উপগ্রহ মুন জিরো টু আর টাইটানে গ্রহ
b. তৈরি হচ্ছে এক অন্য প্রজাতির মানবশিশু। যারা নিজের শক্তিতে জয় করে নেবে পুরো বিশ্ব, হয়ে উঠবে অপ্রতিরোধ্য।
2. গবেষণার ফল খুবই রোমাঞ্চকর রহস্য দিয়ে পরিবেশন করা হয়েছে গল্পটিতে। কিন্ত বানান (spelling) এবং বিরাম চিহ্ন সন্নিবেশ-এর (punctuation) অজস্র ত্রুটি পাঠকের কাছে দুর্বোধ্য ক’রে তুলেছে গল্পের অনেকটাই।
3. গবেষণা-ঘটিত বিবর্ত্তন কিভাবে সময়ের সাথে তাল রেখে এগোচ্ছে, তা বোঝাবার জন্যে সাল ও তারিখের উল্লেখ রয়েছে; কিন্তু এ সাল ও তারিখের হিসেব পাঠককে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল।
a. ‘সাল.. ভবিষ্যত..৩...৬৫.’, ‘সাল.. ভবিষ্যতের...৩...৪০; ‘সাল..বর্তমান...৩...৯১’ : কীভাবে সাল তারিখ বোঝানো হ’য়েছে? কোনটা আগে? কোনটা পরে?
4. গল্পটিতে অনেক মায়াবী, রোমাঞ্চকর বর্ণনা থাকলেও, মায়াবী রাতের ভূমিকা নেই।
5. শপিজেন বাংলা গ্রুপে পুরো গল্পটি না দিলেও চলতো; কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অ্যাপে প্রকাশিত গল্পটির লিঙ্ক দেওয়া উচিত ছিল।
6. শপিজেন বাংলা গ্রুপে প্রকাশিত গল্পটির শব্দসংখ্যা ১৮৮৯; কিন্তু লেখা হ’য়েছে ১৮১৪।
7. comma (,)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে অনেক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে। উদাহরণ:- “টাইটানে,যার”,“মেঘ,বৃষ্টি,বরফ”, “গ্রহ,চাঁদের” ইত্যাদি
8. Full stop/ Period/দাঁড়ি(।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে অনেক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে। উদাহরণ:- “খেলা।এখন”, “আছে।শুধু”, “প্রতিনিয়ত।ছড়িয়ে” ইত্যাদি
9. কয়েকটি সংশোধন ক’রলে ভালো হয়। উদাহরণ ‘অস্তমিত যাচ্ছেন’ >> ‘অস্তমিত হচ্ছেন’, অপ্রতিরোধ >> অপ্রতিরোধ্য, শৈত >> শৈত্য or শীত, ‘কম্পিউটারে কি বোর্ডে’ >> ‘কম্পিউটারের কীবোর্ডে’, ‘গোদাদাবাবু?কবে’ >> ‘গো দাদাবাবু? কবে’, ‘প্রতীকর কাছে’ >> ‘প্রতীকের কাছে’, ‘করিছিলো’ >> ‘করেছিলো’ ইত্যাদি
10. ‘সুপর্ণা’ নামটির উল্লেখ হ’য়েছে কয়েকবার। এরা কি বিভিন্ন মানুষ?
a. " সুপর্ণা? প্রথম সফল পরীক্ষিত মানবী।সেও কি?"
b. আমি সুপর্ণা। জেরি কি আপনার ঘরে?" মালকিন? অসময়ে! অস্বস্তি চেপে দরজা খুললো।ওনার পরনে একটা এনিম্যাল প্রিন্টেড গাউন। কেমন চিতাবাঘের মতো দেখাচ্ছে।