ডাঃ পরমেশ ঘোষ - (06 January 2023)1. ভালো লাগলো গল্পটা পড়ে, - অশরীরী সুচন্দ্রার অনুরোধ ওর কবিতার খাতাটা পুড়িয়ে দেবার জন্যে। অর্কপ্রভ বা সূপর্ণা – দুজনের মধ্যে একজনের কাছে যদি এ অনুরোধ আসতো, তবে মনে হ’তো সেই একজনের মনের ভুল; কিন্তু দুজনের কাছে একসঙ্গে এসেছে অশরীরী সুচন্দ্রার অনুরোধ।
2. কমা (,) বা দাঁড়ি (।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে অনেক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে। উদাহরণ:- a) বলল,”মধ্যিখানে b)বলল,”আমাদের c) বলল,”দেখ d) উঠেছিল,”নেই ইত্যাদি
অক্ষরকর্মী, ভ্রমণপিপাসু, অনুসন্ধিৎসু। লেখালেখি কেবল অবকাশ যাপনের শখ নয়, একনিষ্ঠ সাধনা। তাই তো ছন্নছাড়া অক্ষর-বুননের মধ্যে খুঁজে ফিরি পরিতৃপ্তি আর পরিপূর্ণতার আশ্বাস। বিশ্বাস করি, কলম সমাজ বদলের অন্যতম শক্তিশালী হাতিয়ার।।
অক্ষরকর্মী, ভ্রমণপিপাসু, অনুসন্ধিৎসু। লেখালেখি কেবল অবকাশ যাপনের শখ নয়, একনিষ্ঠ সাধনা। তাই তো ছন্নছাড়া অক্ষর-বুননের মধ্যে খুঁজে ফিরি পরিতৃপ্তি আর পরিপূর্ণতার আশ্বাস। বিশ্বাস করি, কলম সমাজ বদলের অন্যতম শক্তিশালী হাতিয়ার।।