Saswati Munshi - (24 February 2023)কমদিনের পরিচয় হওয়া শাশুড়ি মাকে অন্য রূপে চিনল অনন্যা। তার জীবনে হরিয়ালির সাক্ষী হয়ে থাকুক অজানা দূর গ্রামের বুকে কাটানো এক চড়ুইভাতির মুহূর্তেরা।
Saswati Ghatak - (03 February 2023)কিছু শব্দের ব্যবহার করে, এতো সুন্দর একটি গল্প উপহার দেওয়া যেতে পারে ; এই গল্পটি না পড়লে অজানাই থেকে যেত। অসাধারণ।
11
ডাঃ পরমেশ ঘোষ - (03 February 2023)• ভালো লাগলো গল্পটি। শাশুড়ি করবী দেবী যে কেবল ব্যবসায়ী বুদ্ধিসম্পন্না নয়, উনি ওঁর গ্রামের প্রতিটি মানুষের শুভানুধ্যায়িনী, সে কথা কলকাতা শহরে বড় হওয়া অনন্যার হৃদয়ঙ্গম হ’লো দেশের বাড়িতে চড়ুইভাতিতে অংশ নিয়ে। তবে এর সঙ্গে ‘হরিয়ালী’র আহ্বানে রাজী হওয়া কিছুটা কাকতালীয়।
• অনেকগুলি ভুল সংশোধন ক’রলে ভালো হয়। কয়েকটা উদাহরণ দিলাম:- ‘সবথেকে’ >> ‘সব থেকে’, ‘মাথায় ঢুকে না’ >> ‘মাথায় ঢোকে না’, ‘এরমধ্যেই’ >> ‘এর মধ্যেই’, ‘একবার করে দমবন্ধ হয়ে আসে’ >> ‘এক একবার দমবন্ধ হয়ে আসে’, ‘দুটোয় হয়ে যায়’ >> ‘দুটোই হয়ে যায়’, চড়ুইভাতী >> চড়ুইভাতি, অন্তসলীলা >> অন্তঃসলিলা, সুনিপন >> সুনিপুণ, অসাধারন >> অসাধারণ ইত্যাদি