Saswati Munshi - (23 February 2023)যে যার জীবন পথ নানা দিকে বেঁকে গেলে শর্মিলার উদ্যোগে মাধ্যমিকের ব্যাচের ক'জন বন্ধু চড়ুইভাতি করে কৈশোরবেলার একটা দিনকে আগের মতো যাপন করল। নামকরণ সহ উপস্থাপনা মুগ্ধ হলাম দিদি।💓
11
ডাঃ পরমেশ ঘোষ - (04 February 2023)• মন ছুঁয়ে গেলো গল্পটা, যদিও পারতপক্ষে কদাচিৎ এভাবে ফিরে আসা যায়; স্কুলজীবনের শেষ চড়ুইভাতির অবিকল পুনরাভিনয় করার অবসর হয় না – কাজের চাপ অথবা অন্য কারুর সঙ্গে যোগ দেওয়ার দরকার থাকে; ভাগ্যিস শর্মিলা আর সুমন দুজনেরই সময় ছিল ছোটবেলার স্বপ্নে ফিরে যাওয়ার।
• কয়েক জায়গায় “ ও পরবর্ত্তী শব্দের মধ্যে ফাঁক রয়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- " একদম, “ চিৎকার, ইত্যাদি
11
Mitali chakraborty. - (04 February 2023)এত্ত এত্ত ভালোবাসা... অপূর্ব সুন্দর হয়েছে লেখাটা!👌👌 সত্যি ফেসবুকের জন্যই তো শর্মিলার মতন আমরাও আবার স্কুলের বন্ধু বান্ধবী খুঁজে পেলাম।
11
Basudev Chatterjee - (03 February 2023)খুব সুন্দর মন ছোঁয়া লেখা, নিজের মতো বাঁচার গল্প। খুব ভালো লাগলো।