Mita Ghosh - (06 April 2023)অসাধারণ একটা গল্প যার মাধ্যমে তুই সমাজ একটা বার্তা দিতে চেয়েছিস।। ভীষণ ভালো লাগলো রে।। নলিন আর জাহ্নবীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা।। একটা শুভারম্ভ।।
11
Kamalika Mukherjee - (05 April 2023)অসাধারণ লেখনী। ভীষণ সাবলীল সহজ কিন্তু গভীর। সনাতনীকে ধরে রেখেও নতুনকে কি সহজে জায়গা করে দেয় এই কাহিনি। আগামীর জন্য প্রশ্ন রেখে যায় এ লেখা, যুগ বদলের হাওয়া বইয়ে আনে এ লেখা। ভীষণ ভীষণ ভালো লোগলো। লেখককে একরাশ শুভেচ্ছা জানাই ও এরকম আরোও আরোও অনেক লেখা উপহার দেওয়ার অনুরোধ রেখা গেলাম। 💐
11
Anirban Samanta - (04 April 2023)বড় ভালো একটা গল্প, অপূর্ব বাঁধন গল্পের। এই আশাটুকুতেই তো বেঁচে আছে ভালোবাসা, বেঁচে আছে পৃথিবী। গল্পকারকে শুভেচ্ছা।
11
ডাঃ পরমেশ ঘোষ - (02 April 2023)• গল্পটি পড়ে মনে হ’লো – হয়তো আমরা প্রত্যেকেই মনের জীর্ণ সিন্দুকে একটা বসন্তকে লুকিয়ে আগলে রাখি, যাতে সাড়া দিতে পারি – মনের মানুষের ডাক এলে। জাহ্নবীর বাসন্তী রঙের শাড়ি সার্থক হ’লো সরস্বতী পুজোর দিনে।
• সংশোধন ক’রলে ভালো হয়: (১) পরিত্রাহী >> পরিত্রাহি, (২) জাহ্নবীরো >> জাহ্নবীরও
• গল্পটি শপিজেন বাংলা গ্রুপে প্রকাশিত হয়েছে কি?
• #রঙিন_বসন্ত #বিষয় নিয়ে লেখা আমার দুটি গল্পের লিঙ্ক নীচে দিয়েছি। প্লীজ প্রত্যেকটি গল্পের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন। (১) বসন্ত জাগ্রত দ্বারে - https://shopizen.app.link/89FlZhMWlyb (২) ৯-বছর বয়সের বসন্ত - https://shopizen.app.link/8IFZUixGlyb
11
srabani guha - (01 April 2023)খুব সাবলীল লেখনী।দারুন লাগলো গল্পটা