বার্ধক্যের চৌকাঠ পার করার পর সর্বজয়াদেবীর বয়ঃজনিত শীর্ণ শ্রান্ত দেহমন তোলপাড় করে তুলল কোন আসন্ন প্রলয়ের আগমনের সংকেত?লাইব্রেরীর পুরোনো শেলফ ঘেঁটে বার করা পুরোনো একটি কবচ হাতে নিজের দ্বাদশ বর্ষীয়া নাতনীকে দেখে কেন তিনি মূর্ছিতপ্রায় হয়ে পড়লেন?হাসিখুশি চনমনে ও বুদ্ধিমতী নাতনী তাথৈএর পরিণতিই বা কি হল শেষপর্যন্ত?জানতে হলে পড়ুন হাড়হিম করা ভৌতিক কাহিনী অশনি সংকেত।