পিতার নির্দেশ মত অতি সাধারণ পোশাকে অনিন্দ্যসুন্দর, দিব্যসুন্দর ও সৌম্যসুন্দর তিনটি ঘোড়ায় চড়ে যাত্রা করল। তাদের সঙ্গী হল সৌম্যসুন্দরের পোষা বাজপাখি। তিন ভাইয়ের মধ্যে সিংহাসনের থেকেও ভ্রাতৃপ্রেম অধিক। তাই তারা ঠিক করল একসাথেই কাজটি সম্পন্ন করবে। তারপর পিতা বিবেচনা করে যাকে যে দায়িত্ব দেবেন তারা সেটাই খুশি মনে পালন করবে। এভাবে চলতে চলতে প্রায় এক পক্ষকালে তারা তিন প্রান্ত থেকে তিনটি রাজধ্বজা সংগ্রহ করল। সঙ্গের খাবার অনেকদিন আগেই ফুরিয়েছে। ফলে স্বর্ণমুদ্রাও খরচ হচ্ছে।