ডাঃ পরমেশ ঘোষ - (06 August 2024)শ্রেয়াণ আর নীলাদ্রি যখন পরস্পরের সমকামী প্রেমকে হৃদয়ঙ্গম ক'রতে পেরেছে, আশা করি তারা সচেষ্ট হবে একই শহরে থেকে কাজ করার, একই বাড়ীতে জীবন যাপনের, পরস্পরকে জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি দিতে।
শুভ্রা রায় - (23 July 2024)গল্পটা পড়লাম খুব পরিচ্ছন্ন লেখা। সমাজের দৃষ্টিকোণ বদলাচ্ছে। যেকোনো সম্পর্কে শান্তিতে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। খুব ভালো লিখেছেন।
অবসর প্রাপ্ত। বিভিন্ন পত্রিকায় ও সংকলনে লেখা প্রকাশিত। শপিজেনে লেখা প্রকাশিত। আমার প্রথম বই 'আঁধার পেরিয়ে'.।
Book Summary
"বলো মা আমি সমকামী, এটা কি আমার দোষ? ঈশ্বর আমায় এইভাবেই সৃষ্টি করেছেন। এতে তো আমার কোন হাত নেই। আমি জানি সমাজ আমাকে ধ্বিকার দেবে। আমি কি করবো মা??
আমি যে বড় অসহায়।