সেদিন সন্ধ্যার সময় দিব্যেন্দু ছেলে মেয়েদের পড়াচ্ছে পূরবী এসে বলল, 'বাবু দোকানে যাচ্ছি' দিব্যেন্দু ঠিক আছে বলে আবার পড়ানোতে মন দেয়।
এক ঘন্টা পর যখন সমস্ত ছেলেরা বাড়ি ফিরে গেছে দিব্যেন্দু পূরবীকে ডাকে। কিন্তু কোথায় পূরবী! তার কোন সাড়া শব্দ নেই। দিব্যেন্দু সমস্ত ঘরে পূরবীকে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে খুঁজতে বেরোয়। আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে।দিব্যেন্দু বাড়ির বাইরে মিনিট কুড়ি ঘোরাঘুরি করে পূরবীকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে। সমস্ত ঘর অন্ধকার বাড়ির বাইরে ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন। বজ্রপাতে ঝলকানিতে শরীর কেঁপে ওঠে। দিব্যেন্দু ঘরে ঢুকেতে, পূরবী অন্ধকার ঘর থেকে বলল, "কোথায় গেছিলে বাবু"?
দিব্যেন্দু চমকে উঠে বলল, কে পূরবী?
- হ্যাঁ, বাবু আমি।
- তোর দোকান থেকে ফিরতে এত দেরি হল কেন?