ক্ষেতমজুরির কাজ করতে গিয়ে,দুপুরের খাওয়ার পর্ব সেরে হাতমুখ ধুতে গিয়ে দীনদয়াল হাতে পেয়ে যায় একটি নরকঙ্কালের রক্ততিলক কাটা করোটি।দীনদয়াল ভয়ে সেটার থেকে দূরে পালাতে গেলেও ওই করোটি তীব্রভাবে দীনদয়ালকে নিজের অভিমুখে আকর্ষণ করে এবং ভৌতিক আবহে যেন আকাশ বাতাস কাঁপিয়ে বলে ওঠে...আমায় সাথে নিয়ে চলো...আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব।সে ডাক অস্বীকার করতে পারে না দীনদয়াল।কি হয় তারপর?জানতে হলে পড়ুন গা ছমছমে ভৌতিক কাহিনী...ইচ্ছাপূরণ।