বিয়ের পর পর্ণা বুঝতে পারে,ওর বিয়ে হয়েছে একজন নপুংসকের সঙ্গে।নিজের ভাগ্যের কারণে কপাল চাপড়াতে বসা পর্ণার প্রতিরাতে কার দ্বারা ধর্ষিতা হয় সকলের অগোচরে?নপুংসক স্বামী স্বপ্নীলের ভিতরে প্রতিরাতে জেগে ওঠে কোন কামপিশাচ!এই বিয়ের শেষ পরিণতিই বা কি হয়!জানতে হলে পড়ুন শ্বাসরোধ করা ভৌতিক কাহিনী "অতৃপ্ত বাসনা"।