পুরুলিয়ার একটি অজ পাড়াগাঁয়ে হঠাৎ উঠল শোরগোল।দীর্ঘদিন ধরে গ্রামের সকলের পরিচিত গ্রাম্যবধূটির শরীর ফুঁড়ে বেরিয়ে আসা বৈদ্যুতিক তারের অস্তিত্ব জানান দিল হঠাৎ।ব্যাপারটা লক্ষ্য করা মাত্র গ্রামের সবাই যখন উন্মুখ কৌতূহল নিয়ে বধূটিকে ভালো করে নিরীক্ষণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে...তখন ধাক্কাধাক্কিতে বধূটির যন্ত্রনির্মিত শরীরখানি লাঠির মতোই মাটিতে পড়ে যায় আর ওর মাথা ফেটে বেরিয়ে পড়ে লোহার যন্ত্রাংশ।কি হল তারপর!সবাই যখন জানতে পারল...আসলেই জবা একটি যন্ত্রমানবী...তখন উন্মোচিত হল কোন গুপ্ত সত্য?একটি অমোঘ প্রেমের কাহিনীর আড়ালে চাপা পড়ে থাকা প্রকৃত সত্য যখন সামনে এল...তখন সবাই কি শেষ পর্যন্ত মানল...যে অমরত্বকে মানুষ হাতের মুঠোয় তুলে আনতে আদৌ ব্যর্থ হননি স্বনামধন্য বৈজ্ঞানিক দীপঙ্কর রায়!জানতে হলে পড়ুন রোমহর্ষক কল্পবিজ্ঞান কাহিনী "আবিষ্কার"।