আমি জয়ীতা বসু। আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আমার পেশা এবং নেশা দুটোই হলো একজন সফল লেখক হওয়া। এটাকে আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি।
আমি জয়ীতা বসু। আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আমার পেশা এবং নেশা দুটোই হলো একজন সফল লেখক হওয়া। এটাকে আমি ভালোবাসি এবং শ্রদ্ধা করি।
Book Summary
মীরার ভালোবাসা আর পাপাইয়ের মনের মায়া দুটোই বড় দুর্লভ।
মীরার ভালোবাসা ও হৃদয় থেকে যাবে চিরন্তন এটা সত্য কিন্তু মায়া সেটা কি থেকে যায়, না একটা সময় ঠিক কাটিয়ে দেয় মনের মায়া।
মীরা সুখী মানসিকভাবে কারণ পাপাই সুখী নিজের দাম্পত্য জীবনে, দুদিন বাদে পরিবারে নতুন সদস্য আসবে। হয়তো মীরার আর কোনো পিছু টান রইল না, তবে আজও পাপাইকে দেখলে মীরার বুকের ভিতরে ধুকপুকানি কয়েকগুন বেড়ে চলে, মনের ভেতরটা যেন উথাল-পাথাল করে, আনচান আনচান করে। তখন মীরা নিজের মনকে আস্তে আস্তে স্থির করে। এটাই মীরা।