অন্ধকার ফ্ল্যাট: এক প্রত্যক্ষদর্শীর জবানবন্দি…
এক ফ্ল্যাট, যেখানে আলো ঢোকে, কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকে জমাট বাঁধা আতঙ্ক।
একেবারেই ভুলে যাবেন না কিন্তু— কারণ রাত নামলেই আপনিও শিহরিত হবেন।
জিনিসপত্র নিজেই নড়ছে, কানে ভেসে আসছে আপনার নাম, আর ঘ্রাণে মেশে অদ্ভুত পচা মাটির গন্ধ।
এটি কোনও গল্প নয়, বরং এক বাস্তব অভিজ্ঞতার চরম বিভীষিকা।
আপনি কি সাহস রাখেন অর্ণবের চোখের সামনে সেই অদৃশ্য শয়তানটি দেখতে?