“প্রথম স্পর্শের তীব্র দহন” শুধু প্রেমের গল্প নয়—এ এক হৃদয়ের ব্যাকুল স্বীকারোক্তি। প্রথম প্রেমের নিষ্পাপ স্পর্শ এখানে মিশেছে শরীরী আকাঙ্ক্ষার দহন, হারিয়ে যাওয়ার যন্ত্রণা আর সমাজের নির্মম বাস্তবতার সঙ্গে। প্রতিটি মুহূর্তে আছে কামনা, করুণা আর নিঃশর্ত ভালোবাসার লড়াই। এই কাহিনি শিখিয়ে দেয়—ভালোবাসা কেবল সুখের নয়, বরং বেদনারও অংশীদারিত্ব। পড়তে শুরু করলে তুমি শুধু চরিত্রদের নয়, নিজের প্রেম-যন্ত্রণা-স্পর্শকেও নতুন করে আবিষ্কার করবে!