গ্রামের একপ্রান্ত এক খুনখুনে বুড়ির বাস।সে একাই থাকে একখানি ছোট কুটির বেঁধে।গাঁয়ের লোক ভয়ে ঘৃণায় ওর ধারেপাশে ঘেঁষে না।হঠাৎই সেই গ্রামে শুরু হল পৈশাচিক হত্যালীলা।পাওয়া যেতে শুরু করল ছোট থেকে বড় পাখি ও জন্তুজানোয়ারের আধখাওয়া...নাড়িভুড়ি জড়ানো রক্তাক্ত মৃতদেহ।সারা গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক।ক্রমে পশুপাখি হতে আরম্ভ করে ওই একইভাবে মরতে শুরু করল মানুষও।সবার মনে দৃঢ় বিশ্বাস...এইসবকিছু করছে ওই বুড়ি।সত্যিই কি তাই?কোন রহস্য লুকিয়ে আছে এর পিছনে?জানতে হলে পড়ুন গা ছমছমে ভৌতিক কাহিনী..."ডাইনি বুড়ির কুঠি।"