রায় দীর্ঘ দশ বছর ধরে ভুল ভেবে এসেছিল, তার স্বামী আয়ুষই বাবার ব্যবসার পতনের জন্য দায়ী। সেই ভুল বোঝাবুঝির কারণে তাদের দাম্পত্যজীবনে নেমে আসে অবিশ্বাস, অবহেলা আর যন্ত্রণার নীরব প্রাচীর। অথচ আয়ুষ চুপচাপ সব সহ্য করেও ভালোবাসা আঁকড়ে রেখেছিল। বাবার মৃত্যুর পর রায়ের বান্ধবী দিয়া ও বাবার ডায়রি আসল সত্য উন্মোচন করে—আয়ুষই ছিল তাদের ঢাল, আর ষড়যন্ত্র করেছিল আত্মীয়রা। সত্য জানার পর রায় ভেঙে পড়ে, আয়ুষের কাছে ক্ষমা চায়। আয়ুষ জানায়, সে বহু আগেই তাকে ক্ষমা করেছে। অবশেষে তাদের সম্পর্ক ফিরে পায় নতুন আলো, নতুন ভোর।