রাত গভীর।ক্যানভাসের গায়ে চিত্রশিল্পী ঋক ফুটিয়ে তুলতে মগ্ন...অপূর্ব সোন্দর্য্যের মূর্ত প্রতীক এক নারীর কায়া।ও জানে...ছবিটা ও শেষ করার সাথে সাথেই জীবন্ত হয়ে উঠবে...তেল রং দিয়ে সৃষ্ট এই নারীটি।ধীরে ধীরে বেরিয়ে আসবে ক্যানভাস থেকে...ওর শিরায় শিরায় প্রবাহমান ওর রক্তের প্রতিটি কণায় তুলবে উদ্দাম ঝড়। উন্মত্ত ওই যৌবনের ঢেউএর দাপটে... বেসামাল হয়ে পড়বে ঋক আর মেতে উঠবে সঙ্গমে...!প্রতিরাতে ঋক সাদা ক্যানভাসে সৃষ্টি করে কামুক নারীর অবয়ব আর তারপর তার সাথে মিলিত হয় প্রতি রাতে।ঋকের এই নেশার হাত ধরে...সকলের অগোচরে... ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে কোন প্রাচীন অভিশাপ?এর শেষই বা কোথায়?জানতে হলে পড়ুন...শ্বাসরোধ করা ভৌতিক কাহিনী...স্যাকুবাসের ক্ষিদে।