লেখালেখির শুরু কলেজ জীবনে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, পড়াশোনায় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। তখন লেখা কবিতা পরিসরে সীমাবদ্ধ ছিল। তারপর বিবাহিত জীবন, স্বামী, সন্তান, কর্মজীবনের ঘেরাটোপের মধ্যে তলিয়ে যেতে থাকা সময় থেকে অবশিষ্টাংশ ছেঁকে নিয়ে লেখা-লেখি কে ভালোবাসা।
লেখালেখির শুরু কলেজ জীবনে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, পড়াশোনায় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। তখন লেখা কবিতা পরিসরে সীমাবদ্ধ ছিল। তারপর বিবাহিত জীবন, স্বামী, সন্তান, কর্মজীবনের ঘেরাটোপের মধ্যে তলিয়ে যেতে থাকা সময় থেকে অবশিষ্টাংশ ছেঁকে নিয়ে লেখা-লেখি কে ভালোবাসা।
Book Summary
সৌপ্তিক পেশায় ডাক্তার। কাজ পাগল একটা মানুষের অগোছালো জীবনের ধ্রুবতারা তার স্ত্রী শ্রীপর্ণা। কিন্তু কাজের সূত্রে ধরেই তাদের জীবনে নেমে এলো এক বিভেদ। সৌপ্তিক কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছাড়লো। এরপরে তাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে। সৌপ্তিক কে কি খুঁজে পেলো শ্রী? জানতে হলে পড়তে হবে-"শ্রাবনের ধারার মতো"।