#সহগমন(অণুগল্প)
*********
রাখী ভৌমিক
শেষবারের মতো চুম্বন সেরে নিচ্ছিলো ওরা। পুরো বিশ্ব যেন আজ ধ্বংসলীলায় উন্মত্ত। প্রকৃতির আজ রণরঙ্গিণী বেশ।আশেপাশে একটা একটা করে ভেঙে পড়ছে ঘরবাড়ি। ভয়ে তাড়াতাড়ি করে মুখ গুঁজে দেয় প্রেমিকের বুকে সে। এই তো পরম নিশ্চিন্তের আশ্রয় । এখন মরেও সুখ। ক্ষনিকের তরে তো মনে হয়েছিল আর বুঝি দেখা হলো না কিন্তু ঝড় ওঠার খানিক পরেই জায়গামতো চলে এসেছিল ও তারপর থেকে ওরা একে অপরের আশ্রয়। ক্রমশ দুর্যোগ বাড়ছে এই বুঝি ঘনিয়ে এলো চরম সময়। ওই তো চোখ ঝলসানো বাজ পড়লো পুকুর ধারের তালগাছে।আরো আরো শক্ত করে আঁকড়ে ধরলো তাকে সে ও যেন সরে আসলো আরো একটু। হুড়মুড় করে ভেঙে পড়লো পেয়ারা গাছের অশক্ত ডালটা।
"উঃ কাল কি ঝড়টাই না হলো।" ভেঙে পড়া গাছের ডালপালাগুলো সরাতে সরাতে আপন মনে বলে ওঠে সুরমা চার-পাঁচটা পেয়ারা পড়ে আছে এদিক ওদিক ডালপালা থেকে ছিটকে আর একটা ভাঙা ডালের ঠিক নীচের দিকে পড়ে আছে বাসাসহ একজোড়া চড়ুই এর নিথর দেহ একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে।